Monday, May 30, 2011

নবী কি তার নিজের নাম পাল্টিয়ে ছিলেন?

ব্লগারদের অনেকেই দোজাহানের আশেষ নেকী হাছিল করেন এই প্রশ্ন করে যে টিপিকাল ধার্মিক চিন্তার বাইরে যারা চিন্তা করে কেন তার তাদের ইসলামিক নাম (?)পরিবর্তন করে না। এটুকুতেই শেষ নয়, তারা ইসলামিক নাম (?) পাল্টিয়ে হিন্দু নাম (?) রাখার পরামর্শ দিয়ে জিহাদী স্খলনসুখ অনুভব করেন।

বহুল প্রচারিত কথা যে হযরত মুহাম্মদ (স:) ইসলাম প্রচারের আগে আরবে আইয়ামে জাহেলিয়াত ছিলো। কাবাতে মূর্তিপূজা হতো। এরকম এক সময়ে যখন নবীর মা বা আত্মীয়রা যে নবীর নাম মুহাম্মদ রেখেছিলেন নিশ্চয় তা ইসলামিক ছিলো না, জাহেলি যুগের নামই ছিলো। ইসলাম প্রবর্তনের পর নিজের সমাজের প্রচলিত ধর্ম ব্যাখার বিরুদ্ধে তিনি যে নতুন ধর্ম চিন্তা করলেন তাতে কি তার নিজের নাম পরিবর্তনের প্রয়োজন পড়েছে?

ব্লগে হোক আর সমাজে, যারা ধর্মপুত্র যুধিষ্ঠিরদের চেয়ে ভিন্নভাবে ধর্ম চিন্তা করেছে তাদের জন্ম এবং নাম রাখার প্রক্রিয়াটা এই সমাজেই হয়েছে। ধর্ম, রাজনীতি, ইতিহাস ইত্যাদি বিভিন্ন কারণে বাবা-মায়েরা তাদের শিশু সন্তানের নাম রাখেন। শিশুর বড় হয়ে ওঠার পথে বাবা-মায়ের চিন্তার সাথে তার চিন্তার পার্থক্য হতেই পারে। এখন বাবা-মায়ের চেয়ে ভিন্ন বা সমাজের অনেকের চেয়ে ভিন্ন ধর্ম চিন্তা করলেই ধর্মপুত্র যুধিষ্ঠিররা যখন নাম পাল্টানোর দাবী তোলে, তখন কি তাদের নবীর কথা মনে পড়েনা?

No comments:

Post a Comment