Friday, August 13, 2010

অন্ধ-মোহ ভঞ্জনঃ ধর্মের মৌমাছি

"শুধু আধুনিককালের নিখুত বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলেই প্রকৃত ব্যপার মানুষ বুঝতে পেরেছে যা ১৪০০ বছর পূর্বেই মহান আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন!!"





"সূরা নাহল(৬৮-৬৯) এই আয়াতে মৌমাছির বর্ণনায় স্ত্রী ক্রিয়া ব্যবহৃত হয়েছে অর্থাৎ স্পষ্টভাবেই বলা হচ্ছে,যে মৌমাছি মৌচাক ছেড়ে খাদ্য আহরণের জন্য বের হয় তা স্ত্রী প্রজাতির মৌমাছি।
১৪০০ বছর পূর্বে মানুষ কি জানতো যে শুধু মেয়ে মৌমাছিই খাদ্য সংগ্রহের জন্য যায়? এই আধুনিক যুগেও পুরুষ ও স্ত্রী মৌমাছি নাক্ত ও পৃথকীকরনের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়।"... ... ... "শুধু আধুনিককালের নিখুত বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলেই প্রকৃত ব্যপার মানুষ বুঝতে পেরেছে যা ১৪০০ বছর পূর্বেই মহান আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন!!"

আল কুরআনের অলৌকিকত্বঃ যা জানা থাকলেও বারবার জানাতে ইচ্ছা করে-২


৫৩০০ খৃষ্টপূর্বাব্দ – প্রাচীন সুমেরিয় সভ্যতায় (বর্তমান ইরাকে) “বি গডেস” ছিলো।

৬৪০ – ৬৩০ খৃষ্টপূর্বাব্দ – প্রাচীণ গ্রিসে (বর্তমান গ্রিসের রোডস এ) “বি গডেস” ছিলো।

হিন্দুদের প্রাচীণ ধর্মীয় গ্রন্থ দেবী ভগবৎ পুরাণে রয়েছে “ভ্রমরী দেবী” 'র উল্লেখ।

---

প্রাচীন সুমেরিয় সভ্যতায় বি গডেস



---
প্রাচীণ গ্রিসে বি গডেস



---
পুরাণে রয়েছে “ভ্রমরী দেবী

No comments:

Post a Comment